দক্ষিণ আফ্রিকার সান্ত্বনাসূচক জয়


প্রকাশিত: ০৬:৩০ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

মর্নে ভন উইকের অপরাজিত সেঞ্চুরিতে সিরিজের শেষ টোয়েন্টি২০ তে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।৬৯ রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে তারা।

ডারবানে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মর্নে ভন উইকের দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলে দক্ষিণ আফ্রিকা। ৭০ বলে ১১৪ রান করেন এই ব্যাটসম্যান যার মধ্যে ছিল ৯টি চার ও ৭টি ছয়। এ ছাড়া হেনরিকস ৪২ ও উইসে ২১ রান করেন।

জবাবে ব্যাটিং করতে নেমে গেইল বিহীন ওয়েস্ট ইন্ডিজ ১২৬ রান তুলতে সমর্থ হয়। সর্বোচ্চ ৪৯ রান করেন লেন্ডল সিমন্স। ২৩ রান দিয়ে ৫টি উইকেট নেন উইসে। শেষ ম্যাচ হারলেও ৩ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।