হাতের মুঠোয় বিশ্বকাপ


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে হাতের মুঠোফোন থেকেই আসন্ন বিশ্বকাপ উপভোগ করতে পারবেন ক্রিকেট ভক্তরা। তরুণ প্রজন্মের জন্য এমন ধরনের একটি উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

বুধবার রিলায়েন্স কমিউনিকেশনের সঙ্গে যৌথভাবে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল অ্যাপ প্রকাশ করেছে আইসিসি। অনলাইনে অ্যাপ স্টোর ও গুগল প্লে থেকে ট্যাবলেট বা স্মার্টফোনের মাধ্যমে এটি ফ্রি ডাউনলোড করতে পারে দর্শকরা।

অ্যাপটির কিছু অনন্য বৈশিষ্ট্যও রয়েছে। ক্রিকেটপ্রেমীরা এ অ্যাপটি ব্যবহার করে অফিসিয়াল ক্রিকেট ওয়ার্ল্ডকাপ ফ্যান্টাসি লিগ খেলতে পারবেন। পছন্দ মতো বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ বাছাই করতে পারবেন। বিশ্বকাপের কুইজে অংশ নিতে পারবেন।

এছাড়া দ্রুততম সময়ে লাইভ স্কোরসহ গুরুত্বপূর্ণ সব খবরের মুহূর্তের ভিডিও পাওয়া যাবে সেখানে। অর্থাৎ বিশ্বকাপ-সম্পর্কিত সবকিছুই অন্তর্ভুক্ত করা আছে এই অ্যাপে।

বিএ/এমএস







পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।