বিশ্বকাপে নেই শীর্ষ দুই বোলার


প্রকাশিত: ০৬:০০ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

ওয়ানডে রাঙ্কিংয়ের শীর্ষ দুই বোলার পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল ও  ওয়েস্ট ইন্ডিসের স্পিনার সুনীল নারাইনকে ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসর।  সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই দুই বোলার।  

গত বছর সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লীগ টি-টোয়েন্টি টুর্নামন্টে নারাইনের বোলিংকে সন্দেহজনক বলে দু’বার সতর্ক করা হয়। এমন কি কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফাইনালে তিনি বোলিংয়ে নিষিদ্ধ থাকায় খেলতে পারেন নি।

তবে ২৬ বছর বয়সী নারাইনকে আইসিসি’র পক্ষ থেকে এখনও সন্দেহজনক বলা হয় নি। চ্যাম্পিয়ন্স লীগের পর ওয়েস্ট ইন্ডিজ এখনও তাকে আন্তর্জাতিক কোন ম্যাচ খেলায়নি। বোলিং অ্যাকশনে সমস্যা আছে নারাইন এটা নিজেই বুঝতে পেরেছেন।  বিষয়টি স্বীকার করে নিয়েই বিশ্বকাপে খেলার ঝুঁকি নিতে চান নি নারাইন।

বোলিং অ্যাকশনের এখনো কোনো ছাড়পত্র না পাওয়ায় বিশ্বকাপের স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তানের নিষিদ্ধ অফ স্পিনার সাঈদ আজমল। আর এর ফলে রাঙ্কিংয়ের শীর্ষ দুই বোলার ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট।

এমআর/এমএস


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।