বাবা হচ্ছেন ধোনি
টেস্ট থেকে বিদায়, ত্রিদেশীয় সিরিজের ব্যর্থতা এমনকি আইপিএল এ ম্যাচ ফিক্সিং নিয়ে হতাশায় ধোনি। কিন্তু এত কিছু ঘটনার পরেও ধোনির জন্য অপেক্ষা করছে একটি সুসংবাদ।খুব শিগগিরই বাবা হতে চলেছেন ধোনি।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের মধ্যেই নাকি নতুন অতিথি আসছে ধোনি ও সাক্ষীর ঘরে। হিন্দুস্থান টাইমসের এক সংবাদে জানানো হয়েছে, সম্ভবত বিশ্বকাপের মধ্যেই মিসেস ধোনি মা হচ্ছেন। প্রথম সন্তানকে পৃথিবীর আলো দেখাবেন সাক্ষী। তবে সন্তান আসার শুভক্ষণে স্ত্রী সাক্ষীর পাশে অবস্থান করতে পারবেন না ধোনি। বিশ্বকাপ চলায় দলের সঙ্গে ধোনিকে তখন অস্ট্রেলিয়ায় থাকতে হবে।
উল্লেখ্য, ২০১০ সালে অনেকদিনের বান্ধবী সাক্ষী সিং রাওয়াতকে বিয়ে করেন ধোনি।
এমআর/পিআর