হতাশ যুবরাজ, গম্ভীর


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

অপেক্ষাকৃত তরুণদের প্রাধান্য দিয়ে বিশ্বকাপের দল গড়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এ কারণে দল থেকে বাদ পড়েছেন ২০১১ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য যুবরাজ সিং ও গৌতম গম্ভীর।

বিশ্বকাপ দলে না থাকায় দুজনই হতাশা ব্যক্ত করেছেন। সোমবার দিল্লির এক সংবাদ মাধ্যমকে যুবরাজ বলেন, বিশ্বকাপের দলে জায়গা না পাওয়াটা ভীষণ হতাশার। এমন পরিস্থিতিতে আসলে নিজের করার কিছুই নেই।
যুবরাজের লক্ষ্য এখন রাজ্য দল পাঞ্জাবের হয়ে যত বেশি সম্ভব রান করা। এ সম্পর্কে তিনি বলেন, এ মুহূর্তে আমার ভাবনায় রঞ্জি ট্রফি। ভালো পারফর্ম করে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় দলে ফিরতে চাই।

হতাশা লুকালেন না বাঁহাতি ব্যাটসম্যান গম্ভীরও। তিনি বলেন, বিশ্বকাপে সুযোগ না পাওয়াটা হতাশার। আমরা বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলব, যা কিনা বড় গর্বের ব্যাপার। আমিও দলটার অংশ হতে চেয়েছিলাম।

উল্লেখ্য যুবরাজ,গম্ভীর ছাড়াও বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন বিরেন্দর শেবাগ, জহির খান, আশিস নেহরা ও মুনাফ প্যাটেলের মত অভিজ্ঞ খেলোয়াড়রা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।