অর্থ ব্যয়ে এগিয়ে ইপিএল


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

গ্রীষ্মকালীন দল বদলের ধারা অব্যাহত রেখে মধ্যবর্তী দলবদলেও সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। রেকর্ড অর্থের বিনিময় বড় তারকাদের দল বদলের গুঞ্জন ভেসে বেড়ালেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মধ্যবর্তী দল বদলে পরিবর্তন হয়নি বড় কোন তারকা ফুটবলারের ঠিকানা। তবে,উদিয়মান অনেক তারকাই পাড়ি জমিয়েছেন নামি দামি ক্লাবে। অন্যদিকে, ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অনেক তারকার ঠিকানা হয়েছে তুলনামূলক ছোট দলে।

মৌসুমের প্রথম দল বদলের মত,মধ্যবর্তী দল বদলে সবচেয়ে বেশী অর্থ ব্যয় করেছে ইংলিশ ক্লাবগুলো। গেল বছরের মত এবারও মধ্যবর্তী দলবদলে ১৩০ মিলিয়ন পাউন্ড ব্যায় করেছে প্রিমিয়ার লিগে ক্লাবগুলো। স্প্যানিশ লিগে ফুটবলার কেনা-বেচায় ক্লাবগুলো খরচ করেছে মাত্র ২৫ মিলিয়ন পাউন্ড। এর আগে,২০১১ সালে মধ্যবর্তী দল-বদলে রেকর্ড ২২৫ মিলিয়ন ইউরো খরচ করেছিল ইউরোপের ক্লাবগুলো। তবে এবারের দুই দল-বদলের মৌসুমে রেকর্ড ৯৬৫ মিলিয়ন পাউন্ড বিনিময় হয়।

সবচেয়ে আলোচিত ট্রান্সফার ছিল প্রায় ২৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে হুয়ান কুয়াদ্রাদোর চেলসিতে যোগ দেয়া। সেই অর্থের জোগান দিতে আন্দ্রে শুরুলেকে বিক্রি করেছে ব্লুজরা। তবে অর্থের বিচারে সবচেয়ে বেশী ২৮ মিলিয়ন পাউন্ডের বিনিময় সোয়ানসি সিটি থেকে ম্যানটেস্টার সিটিতে যোগ দিয়েছেন স্ট্রাইকার উইলফ্রেড বনি।

সবচেয়ে অবাক করা সিদ্ধান্ত ছিল বোল্টনের ২১ বছর বয়সি ডিফেন্ডার অ্যান্ডি কিলেটের ধারে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া। অন্যদিকে ভ্যান হলের আপত্তির পরও ওল্ড ট্রাফোর্ডে দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে ইতি টেনে ওয়েস্ট ব্রমে যোগ দিয়েছেন ডানকান ফ্লেচার।

এমআর/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।