বিশ্বকাপে অধিনায়ক হিসেবেই খেলবেন ক্লার্ক


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবেই বিশ্বকাপ খেলবেন মাইকেল ক্লার্ক। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেহম্যান।

বিশ্বকাপে অধিনায়ক হিসেবেই মাইকেল ক্লার্ক ফিরবেন বলে এবার জানালেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেহম্যান। তিনি বলেন, বিশ্বকাপে যে ম্যাচেই মাঠে নামুক, ক্লার্ক অধিনায়ক হিসেবে খেলবেন।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের হয়ে মাঠে নামে ক্লার্ক। ক্লার্কের বিশ্বকাপ খেলা নিয়ে লেহম্যান বলেন,সে এখন সুস্থ হয়ে অনেক ফুরফুরে। দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ব্যাপারে তার আত্মবিশ্বাস তুঙ্গে। তার ভাল খেলা আমাদের প্রত্যাশা।

বিশ্বকাপে ক্লার্কের নেতৃত্ব নিয়ে লেহম্যান বলেন,বিশ্বকাপে আমরা তাকে খেলাতে চাই। সে আমাদের দেশের অধিনায়ক। আর বিশ্বকাপে সে আমাদের নেতৃত্ব দিতে যাচ্ছে। দলের নেতৃত্ব নিয়েই সে বিশ্বকাপে খেলবে। ক্লার্কও নেতৃত্ব দিতে আগ্রহী বলে তিনি জানান।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।