আজ মাঠে নামছে শেখ রাসেল


প্রকাশিত: ০৪:৩৫ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

এএফসি কাপের প্লে-অফে তাজিকিস্তানে এএফসি খায়ের ভাহদাতের বিরুদ্ধে আজ মাঠে নামবে শেখ রাসেল ক্রীড়া চক্র। দুশানবের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য দলের সঙ্গে যেতে পারেননি শেখ রাসেলের সাত ফুটবলার। তাদের আজ দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। আজ জিতলে ১৭ ফেব্রুয়ারি লেবাননের সালাম জাকার্তার বিপক্ষে দ্বিতীয় প্লে-অফ ম্যাচ খেলার সুযোগ পাবে ব্লুজরা।

এর আগে একদিন বিশ্রামের পর তাজিকিস্তানে রোববার প্রথম অনুশীলন করে শেখ রাসেল ক্রীড়াচক্র। রোববার স্থানীয় সময় দুপুর ৩টায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাচ ভেন্যুতে অনুশীলন করে ফুটবলাররা। জাতীয় দলে থাকায় ৭ ফুটবলার বাদে মাত্র ১৪ ফুটবলার নিয়েই দুশানবে আসে দল।

শেখ রাসেল কোচ কৌশল সাজাচ্ছেন তিন বিদেশী নাইজেরিয়ান এনকোচা কিংসলে, জ্যামাইকান আকিম প্রিস্টলি ও বসনিয়ান বোজান প্যাট্রিককে নিয়ে। তবে ইনজুরির কারণে শঙ্কায় রয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ওয়ালী ফয়সাল।

এমআর/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।