সবুজ টার্ফের পরিবর্তের নীল টার্ফ


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট হয় নীল টার্ফে। অথচ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলা হতো সবুজ টার্ফে। শেষ পর্যন্ত সবুজ টার্ফ সরিয়ে বসানো হয়েছে নীল টার্ফ। আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) এবং জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ সহযোগিতায় নতুন এই টার্ফ পেয়েছে হকি ফেডারেশন।

হকি ফেডারেশন অনেক দিন ধরে চেষ্টা করছিল নীল টার্ফ বসানোর। সেই প্রচেষ্টা বাস্তবায়িত হলো অবশেষে। টার্ফটি দিয়েছে এফআইএইচ। চুক্তিতে মূল্যের কিছু অংশ দেওয়ার কথা ছিল নির্মাতা জার্মানির পলিটন কোম্পানিকে। কারণ তাদের কাছ থেকে এই টার্ফ কেনা হয়েছে। ফেডারেশনের পক্ষে সেই টাকা পরিশোধ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরই মধ্যে টার্ফ বসানোর কাজ শেষও হয়েছে। এখন তা উদ্বোধনের অপেক্ষায়।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানালেন প্রধানমন্ত্রীকে দিয়ে এই টার্ফের উদ্বোধন করাতে চাই আমরা। আমরা সে চেষ্টা করে যাচ্ছি। এ মাসের শেষ দিকে জাতীয় স্কুল হকির ঢাকা পর্বের খেলা দিয়ে নতুন টার্ফের যাত্রা শুরু হতে পারে।

এমআর/আরআইপি


 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।