ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আয়ারল্যান্ডের জয়


প্রকাশিত: ০৫:৪৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপ ক্রিকেটের তৃতীয় দিনে এসে প্রথম অঘটন দেখলো ক্রিকেট বিশ্ব। দুই বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এই অঘটনের জন্ম দিলো আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় আইরিশরা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই ৫ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন লেন্ডল সিমন্স ও ড্যারেন স্যামি। সিমন্সের ১০২,স্যামির ৬৭ বলে ৮৯ ও শেষ পর্যায়ে আন্দ্রে রাসেলের ১৩ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ৩০৪ রান জমা করে ক্যারিবিয়ানরা আয়ারল্যান্ডের পক্ষে  জর্জ ডকরেল নেন ৩ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭১ রানের জুটি গড়ে শুভ সূচনা এনে দেয় আইরিশ দুই ওপেনার পোর্টারফিল্ড আর স্টারলিং। ক্রিস গেইলের বলে আউট হওয়ার আগে পোর্টারফিল্ড করেন ২৩ রান। এরপর স্টারলিং এবং এড জয়েস দলের হাল ধরেন। তাদের জুটিতে আসে ১০৬ রান। স্টারলিং ৯২ আর এড জয়েস ৮৪ রান করে আউট হন। শেষ দিকে নেইল ও’ব্রায়েনের ৭৯ রানের উপর ভর করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আইরিশরা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেইলর নেন ৩ টি উইকেট। ম্যাচ সেরা হয়েছেন স্টারলিং।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।