ভারতীয় দলের জন্য শাহরুখের বার্তা (ভিডিও)


প্রকাশিত: ০৬:২৫ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপের ক্রিকেটের ১১তম আসরের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে পাকিস্তানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে জিতেছে ভারত। এ জয়ের পর দলকে উৎসাহ দিতে এক টুইটার বার্তা পাঠিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

টুইট বার্তায় শাহরুখ বলেন, ভারত একটি অসাধারণ ক্রিকেট দল। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের জন্য শুভকামনা রইলো। অন্যদিকে মাইক্রোবায়োলজিক্যাল সাইটে শাহরুখ একটি ভিডিও বার্তাও পোস্ট করেছেন। এতে তিনি বলেন, ছেলেরা মনোবল নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতো করে খেল এবং বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখ। বিধাতা তোমাদের সহায় হোক, ভালো থাক।

উল্লেখ্য ইন্ডিয়া এ পর্যন্ত দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ১৯৮৩ এবং ২০১১ সালে। আর বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তানের কাছে কোনো ম্যাচে হারেনি ভারত।



এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।