পাকিস্তান দলকে ওয়াসিম আকরামের সাবধানবাণী

পরপর দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর আগামী ১ মার্চ তৃতীয় ম্যাচের আগে দলকে সাবধানবাণী দিয়েছেন পাকিস্তানের সাবেক বোলিং গ্রেট ওয়াসিম আকরাম।
তার মতে, এখনও শোধরাতে না পারলে দ্রুত বাড়ির পথে হাঁটতে হবে মিসবাহদের। তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে পাকিস্তান।
ওয়াসিম মঙ্গলবার গণমাধ্যমকে বলেছেন, ‘মিসবাহদের মনে রাখতে হবে লক্ষ লক্ষ মানুষ ওদের খেলা দেখেছে। মিসবাহ কেন পাঁচ বোলারকে খেলাচ্ছে না সেটাও বুঝতে পারছি না। বোলিংটাই আমাদের শক্তি। এটা মাথায় রাখতে হবে। আমরা অতিরিক্ত ব্যাটসম্যান খেলিয়েও রান তাড়া করতে পারছি না। এটা অত্যন্ত হতাশাজনক। অবিলম্বে টিমের ফর্মেশন বদলাতে হবে। নাহলে শীঘ্রই অস্ট্রেলিয়া থেকে বাড়ি ফিরতে হবে ওদের।’
বর্তমানে বিশ্বকাপের ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন ওয়াসিম আকরাম। এর আগে পাক দলকে সাহায্য করতে চান তা খোলোখুলিভাবে জানিয়েছিলেন তিনি। তবে পাকিস্তান বোর্ড বা পিসিবি ম্যানেজমেন্ট তাকে ডাকেনি।
বিশ্বকাপে পাকিস্তানের শুরু ভারতের সঙ্গে ৭৬ রানে হার দিয়ে। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে হারের ব্যবধান আরও বেড়ে হয় ১৫০ রান।
এসআরজে