টিকে থাকার লড়াই ইংল্যান্ডের


প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় পুল `এ` এর ম্যাচটি নিউজিল্যান্ডের ওয়েলিংটনে শুরু হবে। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরে কোণঠাসা অবস্থা ইংলিশদের।

অন্যদিকে দুই জয় ও এক হারে বেশ শক্ত অবস্থানে শ্রীলঙ্কা। লঙ্কানরা প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। পরে টানা দুই জয় তুলে নেয় আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে।

ইংল্যান্ড প্রথম দুই ম্যাচে হারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। তৃতীয় ম্যাচে জয় পায় স্কটল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে ইংলিশরা যেমন খেলছে, তাতে শ্রীলঙ্কার বিপক্ষে কিছুটা পিছিয়েই থাকবে তারা।

এর আগে বিশ্বকাপে মোট নয়বার শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে তারা। নয় ম্যাচের ছয়টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। বাকি তিন ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা।

সব মিলিয়ে এই ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই মনে করছে ক্রিকেটামোদিরা। ম্যাচটিতে শ্রীলঙ্কা জিতে গেলে বাংলাদেশ সুবিধা পাবে। এতে ইংল্যান্ডকে টপকে মাশরাফিদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।