ইতিহাস গড়লেন টেলর


প্রকাশিত: ০৫:০৩ এএম, ১৪ মার্চ ২০১৫

জিম্বাবুয়ের হয়ে শেষ ম্যাচ খেলতে নেমে ক্রিকেট ইতিহাসে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেলেন টেলর। বিশ্বকাপের মতো বড় আসরে প্রথম কোনো জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরির কৃতিত্ব গড়লেন এই ব্যাটসম্যান।

শুধু তাই নয়,  এ সেঞ্চুরিতে ৪৩৩ রান নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিনি উঠে এসেছেন তৃতীয় স্থানে। এছাড়া এবারের বিশ্বকাপে মোট ১২টি ছক্কা হাঁকিয়ে সর্বোচ্চ ছ্ক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় অবস্থান করছেন তৃতীয় স্থানে।

এর আগে ৭ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলেন টেলর। এরপর ভারতের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান তিনি। তুলে নেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। মাত্র ১১০ বল খেলে ১৩৮ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। যেখানে ১৫টি চার ও ৫টি ছক্কার মার ছিল।

ব্যক্তিগত ১৩৮ রানের মাথায় মোহিত শর্মার বলে শেখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। বিদায়ী এই ব্যাটসম্যানকে অভিনন্দন জানান ভারতের ব্যাটসম্যানরা। অভিনন্দন জানান সতীর্থরা। আর শেষবারের মতো স্বদেশি দর্শকদের উদ্দেশে ব্যাট উঁচিয়ে ধরেন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।