মাঠে ফিরছেন রুনি


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০৭ জানুয়ারি ২০১৭

সপ্তাহ তিনেক আগে ইনজুরির কবলে পড়েছিলেন ওয়েন রুনি। তাকে ছাড়াই অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেড জয় দিয়ে বছর (২০১৬) শেষ করেছিল। ইনজুরি কাটিয়ে এবার রেড ডেভিলস শিবিরে ফিরছেন রুনি।

এফ এ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় রিডিংয়ের বিপক্ষে মাঠে নামবে ম্যানইউ। ইউনাইটেডের নিয়মিত অধিনায়ক রুনি এ ম্যাচ খেলবেন বলে জানিয়েছেন দলটির কোচ হোসে মরিনহো।

রুনি ফিরলে ম্যানইউর আক্রমণভাগ আরো শক্তিশালী হবে, এটা বলা বাহুল্য। প্রিয় শিষ্যকে পেয়ে খুশি পর্তুগিজ কোচ মরিনহো। বলেন, ‘রিডিংয়ের বিপক্ষে খেলতে প্রস্তুত রুনি। এমনকি তাকে ম্যাচের শুরু থেকেই খেলানো হতে পারে।’

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।