নতুন রেফারি তৈরির উদ্যোগ বাফুফের


প্রকাশিত: ১২:৪০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

ফুটবল উন্নয়নের অন্যতম পূর্বশর্ত- রেফারির মান উন্নয়ন। ঘরোয়া ফুটবলে বাংলাদেশের রেফারিদের বাঁশি নিয়ে অনেক বিতর্ক থাকলেও তারাই আবার বিদেশে গিয়ে সুনাম অর্জন করেন। কয়েকদিন আগে দেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামসুজ্জামান বাবু পেয়েছেন এএফসির সংবর্ধনা। নতুন করে একজন তৈয়ব হাসান কিংবা একজন মনসুর আজাদ তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ জন্য ২৭ জেলার ৯০ জন নতুন রেফারিকে প্রশিক্ষণ দিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
 
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বাফুফে রেফারিজ কমিটির পরিচালনায় ৫ দিনব্যাপী  নতুন ফুটবল রেফারী প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে মঙ্গলবার। কোর্স পরিচালনায় ইন্সট্রাক্টরের  দায়িত্ব পালন করেন সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান সামসুজ্জামান, আজাদ রহমান এবং সুজিত কুমার ব্যানার্জী।
 
কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করেন বাফুফের সভাপতি, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান হাজী মো. ইব্রাহিম নেসার এবং বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

আরআই/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।