মোস্তাফিজের হায়দরাবাদে আফগান দুই ক্রিকেটার


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

অনেকেই তাকে বর্তমান সময়ের সেরা লেগ স্পিনার ভাবেন। ক্রিকেটের ছোট দলে (আফগানিস্তান) খেলার কারণে সেটা হয়তো চোখে পড়ে না। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া লিগগুলোতেও বল হাতে জাদু দেখাচ্ছেন রশিদ খান।

আর তাতে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর নজরে আসেন আফগান এই স্পিনার। অনুমিতভাবে রশিদ খান আইপিএলে দলও পেয়েছেন। তাকে দলে নিয়েছে মোস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। রশিদকে কিনতে চ্যাম্পিয়নরা খরচ করেছে চার কোটি রুপি। তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।

আফগান ক্রিকেটারদের মধ্যে সবার আগে নিলামে ডাকা হয় মোহাম্মদ নবীর নাম। তাকেও কিনেছে হায়দরাবাদ। নবীর জন্য মোস্তাফিজ-ওয়ার্নারের দল খরচ করেছে ৩০ লাখ রুপি। তার ভিত্তি মূল্যও ছিল ৩০ লাখ রুপি। প্রথম আফগান ক্রিকেটার হিসেবে আইপিএলে নাম লিখিয়ে ইতিহাস গড়েন এই অলরাউন্ডার। মোহাম্মদ শেহজাদ অবিক্রিত রয়ে গেছেন।

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।