ওজিনিয়াকির সঙ্গে টেনিস কোর্টে ওবামা
আমেরিকার মানুষদের অনেক বেশি কর্মঠ, স্বাস্থ্য সচেতন এবং জীবনযাপন সম্পর্কে আরও সচেতন করে তোলার লক্ষ্যে প্রতি বছর বার্ষিক ইস্টার এগ রুল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের অনুষ্ঠানে ক্যারোলিন ওজিনিয়াকি, অভিনেতা অ্যান্টনি অ্যান্ডারসন ও ফর্মুলা ওয়ান তারকা জেফ গর্ডনকে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সোমবার এ অনুষ্ঠান উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের শিশুদের তাদের বাবা-মার সঙ্গে হোয়াইট হাউসের বাইরের লেনে আমন্ত্রণ জানানো হয়। সেখানে শিশুরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে, আনন্দ-উৎসব করে এবং সেলেব্রিটিদের সান্নিধ্য লাভ করার সুযোগ পায়।
উক্ত অনুষ্ঠানের একপর্যায়ে বারাক ওবামা ওজিনিয়াকির সঙ্গে টেনিস খেলতে কোর্টে নেমে পড়েন। ডেনিশ তারকা ওজিনিয়াকির সঙ্গে বেশ হাস্যরস ও আনন্দে মেতে উঠেন মার্কিন প্রেসিডেন্ট।
খেলা শেষে দুজন একসঙ্গে ছবি তোলেন। নিজের টুইটার অ্যাকাউন্ডে সেই ছবি পোস্টও করেন দুবারের ইউএস ওপেন রানার্সআপ ক্যারোলিন ওজিনিয়াকি।
দুজনের টেনিস খেলার মুহুর্তটি আমেরিকার জনপ্রিয় এক টক শো’তে কেলি ও মাইকেল এর উপস্থাপনায় সরাসরি সম্প্রচার করা হয়।
এমআর/বিএ/পিআর