প্রিমিয়ার ফুটবল লিগ শুরু আজ


প্রকাশিত: ০৮:২২ এএম, ০৭ এপ্রিল ২০১৫

তিন দফা সময় পরিবর্তনের পর অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। শেখ জামাল-ফরাশগঞ্জ ম্যাচ দিয়ে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় প্রিমিয়ার লিগের উদ্বোধন হবে।  

সোমবার ফুটবল ভবনে অংশগ্রহণকারী দলগুলোর কোচ ও অধিনায়কদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১১টি ক্লাবের মধ্যে ফেনী সকার ও চট্টগ্রাম আবাহনীর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালের কোচ মারুফুল হক বলেন,‘শিরোপা ধরে রাখতেই লড়ব আমরা। আমাদের খেলোয়াড়দের ফিটনেস লেভেল ভালো। তারা পুরোপুরি প্রস্তুত।’ কোচের সঙ্গে গলা মেলালেন অধিনায়ক নাসির। শিরোপা জেতার প্রত্যয় ব্যক্ত করলেন দলের নতুন এই অধিনায়ক।

আবাহনীর অস্ট্রিয়ান কোচ জর্জ কোটানের কথায় ‘দায়িত্ব নেয়ার সময় দলে অনেক সমস্যা ছিল। এখন সেসব সমস্যা কেটে গেছে। যদিও স্কোরারের সমস্যা থেকেই গেছে। তারপরও আশা করি ভালো কিছু উপহার দিতে পারব। আবাহনী শিরোপা জেতার জন্যই লড়বে।’

মোহামেডান কোচ জসীম উদ্দীন জোসী বলেন,‘আমার দলে কোনো তারকা ফুটবলার নেই। তাই নবীনরা নিজেদের সেরাটা দিয়ে মোহামেডানের ঐতিহ্য রক্ষা করবে বলে আমার বিশ্বাস।’

শিরোপাপ্রত্যাশী শেখ রাসেলের কোচ দ্রাগান দুকানোভিচের বক্তব্য,‘বিকেএসপিতে এক মাসের প্রস্তুতি খেলোয়াড়দের বেশ সংগঠিত করেছে। কয়েক জন ফুটবলার ইনজুরিতে থাকলেও এখন তারা সুস্থ।’ অধিনায়ক মিঠুন বলেন, ‘শেখ রাসেল চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব।’

মুক্তিযোদ্ধার কোচ আবু ইউসুফের অনুভূতি, ‘ফেডারেশন কাপের ফাইনাল আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণা। আমরা ওই ম্যাচের ধারাবাহিকতা লিগেও বজায় রাখতে চাই।’

ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নঈমুদ্দীন বলেন, ‘দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণ রয়েছে। তারা চায় লড়াকু ফুটবল খেলতে। সংবাদ সম্মেলনে ফরাশগঞ্জ এবং টিম বিজেএমসির ফুটবল কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এমআর/বিএ/বিএপিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।