পূর্ণাঙ্গ সফরে শ্রীলঙ্কায় যাচ্ছে পাকিস্তান


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২১ এপ্রিল ২০১৫

বাংলাদেশের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলে পাঁচটি ওয়ানডে, তিনটি টেস্ট ও দুইটি টি-২০ খেলতে জুনে শ্রীলঙ্কা যাচ্ছে পাকিস্তান। লঙ্কান ক্রিকেট কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

কলম্বোতে তিন দিনের প্র্যাকটিস ম্যাচের মাধ্যমে সফর শুরু করবে পাকিস্তান। এরপর গ্যালেতে ১৭ জুন অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। কলম্বোর পিসারা ও প্রেমাদাসায় অনুষ্ঠিত হবে বাকি দুই টেস্ট। জুলাইয়ের ১১ তারিখ ডাম্বুলায় অনুষ্ঠিত হবে পাঁচ ওয়ানডের প্রথমটি।

এছাড়াও প্রেমাদাসাতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কা-পাকিস্তান টি-২০। দু’দেশের বোর্ড পর্যায়ে চূড়ান্ত চুক্তি সাক্ষরের মাধ্যমে এই সফর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।