বোলিং করতে পারবেন হাফিজ
নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে বোলিং করার অনুমতি পেলেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। চলতি বছরের ৯ এপ্রিল চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার পর আইসিসি তার বোলিং অ্যাকশন বৈধ বলে ঘোষণা করেছে।
মঙ্গলবার আইসিসির তরফ থেকে এ ধরণের সিদ্ধান্ত এলো। আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সবকয়টি পরীক্ষায় দেখা গেছে তার অফস্পিনে কনুইয়ের বাঁক ১৫ ডিগ্রির মধ্যেই রয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে বিতর্কিত বোলিং অ্যাকশনের কারণে বাদ পড়েন হাফিজ।
এমআর/আরআই