র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবনতি
বাংলাওয়াশের ফলে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি না হলেও মূল্যবান ৫টি রেটিং পয়েন্ট যুক্ত হয়েছে। তবে এই সিরিজ হারের ফলে পাকিস্তানের র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে।
পাকিস্তান প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৭৯ রানে হার মানে। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয়। আর তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ সফরকারীদের উড়িয়ে দেয় ৮ উইকেটে।
বর্তমানে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে পাকিস্তান। ৯২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে। আর ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে নবম স্থানে। ওয়ানডে সিরিজের ৩টি ম্যাচেই বাংলাদেশের কাছে পাকিস্তান হেরে যাওয়ায় তাদের ঝুলি থেকে কাটা যাচ্ছে মূল্যবান ৩টি রেটিং পয়েন্ট। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের রেটিং পয়েন্ট হবে সমান ৯২। সমান পয়েন্ট হলেও ক্যারিবিয়ানরা ০.১৩ পয়েন্টে এগিয়ে থাকায় সপ্তম স্থানটি ওয়েস্ট ইন্ডিজকে ছেড়ে দিয়ে অষ্টম স্থানে নেমে যেতে হবে পাকিস্তানকে।
এমআর/আরআইপি