জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস শুরু ২২ মে


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৬ মে ২০১৫

দুই শতাধিক ক্ষুদে অ্যাথলেটদের অংশ গ্রহণে আগামী ২২ মে শুরু হচ্ছে ৩১তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দু’দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টে অংশ নেবে সাত বিভাগ, ৬৪টি জেলা, সাতটি শিক্ষা বোর্ড ও বিকেএসপির ক্ষুদে অ্যাথলেটরা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং উপমন্ত্রী আরিফ খান জয় দু’দিনের মিটের উদ্বোধনী ও সমাপনী দিনে উপস্থিত থাকবেন বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।