টেস্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তানের উন্নতি
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বিশাল ব্যবধানে জয় লাভ করায় টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের। একধাপে উঠে এসেছে তিন নম্বরে। আর বাংলাদেশের অবস্থান তালিকার নয় নম্বরে। আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে অনুযায়ী তালিকার এক নম্বর জায়গাটি দক্ষিণ আফ্রিকার। দুই নম্বরে অস্ট্রেলিয়া।
প্রথম টেস্টে ড্র। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২০৩ রানে অল আউট বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও টাইগারদের ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হার মানতে হয়। ফলে সফরে একমাত্র স্বস্তির জয় পায় স্বাগতিকরা।
উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে সিরিজ জয় করেছে পাকিস্তান। এর আগে তিনটি ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হেরে যায় সফরকারীরা।
বিএ/আরআইপি