সিরিজ সেরা আজহার
ওয়ানডেতে বাংলাওয়াশ হওয়ার পর টি-২০ ম্যাচেও পরাজিত হলেও টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। পাশাপাশি সবাইকে পেছনে ফেলে টেস্টে সিরিজে সেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের আজহার আলী। দ্বিতীয় ও শেষ টেস্টের ম্যাচ সেরাও তিনি।
যদিও এর আগের ওয়ানডে, টি-২০ ও টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলেন বাংলাদেশের খেলোয়াড়রাই। টেস্ট সিরিজেও সেরা হওয়ার সম্ভাবনা ছিল তামিম ইকবালের। তবে শেষ পর্যন্ত সিরিজ জয়ী খেলোয়ার হিসেবে আজহারকেই এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
এবার বাংলাদেশ সফরের শুরু থেকেই পাকিস্তানের অন্যান্য ব্যটিসম্যানরা সফল না হলেও ধারাবাহিক রান পাচ্ছিলেন অতিথি দলের এই ওয়ানডে অধিনায়ক। ওয়ানডে সিরিজেও প্রথম ম্যাচে ৭২, দ্বিতীয় ম্যাচে ৩৬ এবং শেষ ম্যাচে খেলেন ১০১ রানের ইনিংস। খুলনা টেস্টে ৮৩ রান করেন তিনি। দ্বিতীয় টেস্টেতো রীতিমতো দ্যূতি ছড়ালেনতিনি।
ওয়ানডে দলের অধিনায়ক আজহার এমনভাবেই দলের হাল ধরলেন যে, ২২৬ রানের অনবদ্য ইনিংস খেললেন তিনি। ইউনিস খানের সাথে ২৫০ রানের পার্টনারশীপ ও আসাদ শফিকের সাথে ২০৭ রানের পার্টনারশীপে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলতে এতটুকু কার্পণ্য করেননি।
তাই সিরিজ সেরার পুরস্কারটা তারই প্রাপ্য। তবে তার চেয়ে বেশি গুরুত্ব দিলেন দলকে। এ বিষয়ে আজহার বলেন, ‘এটি একটি দলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা সত্যিকার অর্থেই ভাল খেলেছি। কোচ এবং ম্যানেজমেন্ট আমাদের উপর বিশ্বাস রেখেছে। তাই তাদেরকে আমরা ফলাফল দিতে পেরেছি। এ টেস্টে ডাবল সেঞ্চুরি করতে পেরে আমি তৃপ্ত। আমরা সবসময়ই তাকিয়ে থাকি সিনিয়র খেলোয়াড় ইউনিস খানসহ অন্যান্যদের দিকে। বড় স্কোর গড়ার পিছনে তাদেরই অনুপ্রেরণা বেশি। গত কয়েকমাস যাবত টেস্টে আমরা খুবই ভাল করছি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দিকে তাকালে সেটি সুস্পষ্ট। আমার এই সাফল্য অধিনায়ক এবং কোচের জন্য।`
একে/আরআইপি