হিথ্রো এয়ারপোর্টে হেনস্থা হলেন সাঙ্গাকারা


প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৯ মে ২০১৫

শ্রীলঙ্কান উইকেট কিপার-ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে হেনস্থা করা হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে।

সাঙ্গাকারা বিষয়টি জানিয়ে পরে টুইট করেন। তিনি লেখেন, লন্ডনে ফিরলাম গতরাতে। একজন রুঢ়, বাজে আচরণের, অভদ্র ব্রিটিশ ইমিগ্রেশন কর্মকর্তার কাছে ভয়ানক অভিজ্ঞতা হলো।

তিনি পরে আবারও লেখেন, গায়ের রং, ধর্ম বা খ্যাতি নির্বিশেষে যে কোনো যাত্রীর সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকার আছে। আমার সৌভাগ্য যে, আমার ক্ষেত্রে একজন কর্মকর্তাই শুধু এরকম বাজে ছিল।

২০১৫’র বিশ্বকাপে দারুণ খেলে আন্তর্জাতিক একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়া সাঙ্গাকারা অবশ্য বিস্তারিত জানাননি, তার সঙ্গে ঠিক কী করা হয়েছিল।

২০১৪তে টিটোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন হওয়ার পর সাঙ্গাকারা টিটোয়েন্টি থেকেও অবসর নেন। এ মাসের শেষে ঘরের মাঠে ভারতের সঙ্গে খেলার পর টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেওয়ার কথা সাঙ্গাকারার।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।