চেলসিকে বড় ব্যবধানে হারালো ওয়েস্ট ব্রম
তিন ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেওয়া জোসে মরিনিয়োর চেলসিকে এবার ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন। এই লিগে এ নিয়ে চেলসির এটা তৃতীয় হার।
সোমবার সেস ফাব্রেগাসের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া চেলসির জালে জোড়া গোল করেন সাইদো বেরাহিনো।
রেফারি মাইক জোনস চেলসি স্ট্রাইকার দিয়োগো কস্তাকে হলুদ কার্ড দেখাচ্ছিলেন। এ সময় প্রায় ২০ মিটার দূরে থাকা ফাব্রেগাস বলটা রেফারিকে ঘিরে থাকা খেলোয়াড়দের দিকে চিপ করেন। বল লাগে ওয়েস্ট ব্রমের ক্রিস ব্রান্টের গায়ে। তাই সাথে সাথেই খেলোয়ার সুলভ আচরণ না করার জন্য লাল কার্ড দেখতে হয় ফাব্রেগাসকে।
ওয়েস্ট ব্রমের মাঠে ম্যাচের মাত্র নয় মিনিটে পেনাল্টি এলাকার বাইরে থেকে বাঁকানো শটে গোল করেন বেরাহিনো। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ম্যাচের ৬০ তম মিনিটে ব্রান্টের গোলে জয় নিশ্চিত হয় ত্রয়োদশ স্থানে থাকা ওয়েস্ট ব্রমের।
জেআর/এমএস