বর্ষসেরা ক্রিকেটার শার্লেট অ্যাডওয়ার্ডস


প্রকাশিত: ১০:৪০ এএম, ১৯ মে ২০১৫

ওয়ানডে ও টি-২০ তে ধারাবাহিক পারফর্মেন্সের স্বীকৃতি স্বরূপ ইংল্যান্ডের বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অধিনায়ক শার্লেট অ্যাডওয়ার্ডস। ২০১৪-১৫ মৌসুমে ৭ ওয়ানডেতে তার রানের গড় ৭৬ আর ৬ টি-২০ তে ৫৯.৩৩।

অ্যাডওয়ার্ডসের নেতৃত্বে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ইংল্যান্ডের মেয়েরা। আর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতেছে টি-২০ সিরিজ।

২০০৮ সালে আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন ৩৫ বছর বয়সী শার্লেট এডওয়ার্ডস। এছাড়া গত বছর উইজডেন ঘোষিত বর্ষসেরা ক্রিকেটারদের একজন ছিলেন তিনি।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।