আনুশকার টানে নিয়ম ভেঙে বিপাকে কোহলি


প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৯ মে ২০১৫

প্রেমের টানে ছোটখাটো নিয়মগুলো হয়তো ভুলে বসেছিলেন বিরাট কোহলি। ম্যাচের মাঝেই প্রেমিকা আনুশকা শর্মার সঙ্গে দেখা করে কথা বলেছেন তিনি। আর এতেই ভাঙা হয়েছে আচরণবিধি।

তবে, আপাতত সতর্ক করে রেহাই দেওয়া হল বিরাট কোহলিকে। জানা গিয়েছে, আচরণবিধি লঙ্ঘন করার জন্য তাকে নোটিশ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে পুরো ঘটনা বিচার করে দেখে কোহলিকে সমস্ত বিষয় জানিয়ে এবারের মতো রেহাই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, তিনি যে নিয়ম ভেঙেছেন তা খুবই সামান্য। তার জন্য সতর্ক করাই সঠিক হবে। 

ঘটনার সূত্রপাত রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোর বনাম দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচে। কোহলিদের ইনিংসের দ্বিতীয় ওভারে আচমকা বৃষ্টি নামায় ম্যাচ সাময়িকভাবে বন্ধ করতে হয়। ফলে বিরাট ও গেইল প্যাভিলিয়নে ফিরে যান। এরপরই বিতর্ক। কিছুক্ষণ পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ককে ড্রেসিং রুম ছেড়ে বেরিয়ে করিডর দিয়ে হেঁটে পাশের ভিআইপি বক্সে যেতে দেখা যায়। সেখানে ছিলেন তার বান্ধবি আনুশকা। দুজনকে বেশ কিছুক্ষণ ধরে একসঙ্গে কথা বলতে দেখা যায়। সেই ছবি সঙ্গে সঙ্গেই বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ব্যাপারটা নজরে আসে বিসিসিআই-এরও। আইসিসি-র দুর্নীতি-দমন আচরণবিধি ভঙ্গ করেছেন জানিয়ে কোহলির কাছ থেকে জবাব চান বোর্ড কর্তারা। বোর্ডের এক কর্তা জানান, বৃষ্টিতে ম্যাচ বন্ধ ছিল। কিন্তু বাতিল করা হয়নি তখনও। তাই এই সময় ক্রিকেটাররা নির্ধারিত অঞ্চল ছাড়া অন্য কোথাও যেতে পারেন না বা কারও সঙ্গে সেই সময় দেখা করতে পারেন না। আইপিএল আইসিসি-র এই ধারাকে কঠোর ভাবে মেনে চলে বলে জানান ওই কর্তা।

ওই সময় মাঠে উপস্থিত ছিলেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। বিরাটের এই আচরণ কেউই মানতে পারেননি। তবে পরে সুর নরম করেন বোর্ড কর্তারা।

প্রসঙ্গত, বিশ্বকাপ চলাকালীন, আনুশকা প্রসঙ্গেই অকারণে দেশীয় সাংবাদিকের সঙ্গে ঝামেলা করেছিলেন কোহলি। সেই থেকেই বোর্ড তাঁর উপর নজর রাখছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।