বিপিএলের তৃতীয় আসর নভেম্বরে


প্রকাশিত: ০৭:৪৮ এএম, ১৭ জুন ২০১৫

প্রায় আড়াই বছর বিরতির পর আবারো মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসছে নভেম্বরে বিপিএলের তৃতীয় আসর শুরু হবে। বুধবার সকালে কল্যাণপুরের নিজ ব্যবসায়িক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান বিপিএল-এর গভর্নিং বোর্ডের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।

তবে এ বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএল আসরে আগের ফ্র্যাঞ্চাইজিগুলোকে নাও দেখা যেতে পারে। বকেয়ার কারণে পুরনো ফ্র্যাঞ্চাইজিদের বহিষ্কার হতে পারে। এই বিষয়ে আফজালুর রহমান সিনহা বলেন,  ফ্র্যাঞ্চাইজিগুলোকে বকেয়া আদায়ের লক্ষ্যে দুই একদিনের মধ্যেই সময়সীমা বেধে দিয়ে চিঠি দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য অ্যাড দেওয়া হবে।

রংপুর রাইডার্স ছাড়া অন্য ছয়টি ফ্র্যাঞ্চাইজির গড়ে ১০ কোটি টাকা করে বকেয়া রয়েছে বলে আরও উল্লেখ করেন তিনি।

এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সম্পর্ক ভালো থাকায় পাকিস্তানের ক্রিকেটাররা অংশ নেবেন। তবে ভারতীয় ক্রিকেটারদের দেশের বাইরে লিগ খেলার অনুমতি না থাকায় এবারো তারা খেলতে পারছেন না বলে জানান তিনি।

উল্লেখ্য, ছয়টি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলে নিয়ে ২০১২ সালে বিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। পরের আসরে একটি দল বাড়িয়ে সাতটি দল নিয়ে দ্বিতীয়বার এই আসর বসেছিল। উভয় আসরেই চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্লাডিয়েটর্স।

আরটি/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।