জয়ের দ্বারপ্রান্তে টাইগাররা


প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১৮ জুন ২০১৫

টাইগার বোলারদের একের পর এক বোলিং আঘাতে বিপর্যস্ত ভারত শিবির। বাংলাদেশের তরুণ দুই তুর্কী মুস্তাফিজ ও তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।

টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৩০৮ রানের টার্গেট দেয় ধোনি বাহিনীকে। জয়ের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগারদের বোলিং অ্যাকশনের সামনে চাপে পড়ে যায় ভারত। তবে এর কিছুক্ষণ পর শুরুর চাপ কাটিয়ে খেলার নিয়ন্ত্রণে ফিরে আসে ভারত।

কিন্তু সেই ফিরে আসা ধরে রাখতে পারেননি ধোনিরা। বাংলাদেশের তরুণ তুর্কি তাসকিন আহমেদের জোড়া আঘাতের পর ভারত শিবিরে আঘাত হানেন অভিষিক্ত মুস্তাফিজ। তাসকিনের ও মুস্তাফিজের আঘাতে উইকেট হারিয়ে বেসামাল হয়ে পড়ে ধোনি বাহিনী।

এরপর জাদেজা ও রায়না ৬০ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেস্টা করেন। তবে টাইগারদের দিনে তা ছিল খুবই সামান্য। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ধাক্কা লেগে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লেও ফিরে এসে শুরু করেন নতুন ঝলক। টানা দুই বলে রায়না ও অশ্বিনকে ফেরানোর পরের ওভারেই জাদেজাকে ফিরিয়ে নিজের অভিষেক ম্যাচেই তুলে নেন পাঁচ উইকেট।

এর আগে নিজের পঞ্চম ওভারে বল করতে এসে মুস্তাফিজুর রহমান তুলে নেন তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট। ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা রোহিত শর্মা মুস্তাফিজুরের বলকে তুলে খেলতে চেয়েছিলেন।তবে মিডঅফে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ অধিনায়ক সহজ ক্যাচ ধরে নিতে কোন ভুল করেননি। এরপর মুস্তাফিজুরের করা ২৩তম ওভারের শেষ বলে দুর্দান্ত আরও এক ক্যাচ ধরেন নাসির হোসেন।

ভারতীয়রা বাউন্স বলে বরাবরই দুর্বল। এরই সুবিধা আদায় করে নেয় বাংলাদেশ। ১৮ ওভারের দ্বিতীয় বলে হাল্কা বাউন্স বলে বিরাট কোহলি স্কয়ার কাট করতে গেলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। এর আগে শেখর ধাওয়ানকেও ফেরান তাসকিন। ১৬তম ওভারের শেষ বলে তাসকিনের বাউন্স বলে ধাওয়ান আপার কাট করতে গেলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এই ব্যাটসম্যান।

এর আগে বাংলাদেশের দেওয়া ৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নবম ওভারের পঞ্চম বলে রুবেল হোসেনের বলে প্রথমবার এবং দশম ওভারের দ্বিতীয় বলে দুবার জীবন পান ভারতের শেখর ধাওয়ান। রুবেল বলে ব্যাটের বাইরের কানায় লেগে প্রথম স্লিপে বল যায় কিন্তু মুশফিক ঝাপিয়ে পরে তালুবন্দি করতে পারেননি সেই ক্যাচ। এরপর মাশরাফির বলে তোলা অপেক্ষাকৃত সহজ ক্যাচ মিস করেন মুশফিক। ব্যাটের ভিতরের কানায় লাগা বল মুশফিক ধরতে ব্যর্থ হলেও আম্পায়ার আউট ঘোষণা করে দেন। পরে লেগ আম্পায়ার এসে ক্যাচ ধরতে না পারার কথা জানালে আউট ফিরিয়ে নেন আম্পায়ার।

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল, সৌম্য সরকার এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে চড়ে ভারতকে ৩০৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। ২ বল বাকি থাকতেই ৪৯ দশমিক ৪ ওভারে সব কয়টি ইউকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে টাইগাররা।

সর্বশেষ টাইগারদের বোলিং আঘাতে পাঁচ উইকেট হারিয়ে বেসামাল হযে পড়েছে ভারত। এ পরিস্থিতি বিবেচনা এটা এখন বলাই যায় ভারতেরে বিরুদ্ধে জয়ের মুখ দেখছে বাংলাদেশ। এখন শুধু অপেক্ষার পালা।

আরটি/এমআর/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।