একই ধরনের ধাক্কায় ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন শেবাগ
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বৃহস্পতিবার ভারতীয় ইনিংসের পঁচিশতম ওভারে ধোনি ধাক্কা দেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজকে। ম্যাচে পাঁচ উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমানের ওভারের দ্বিতীয় বলে ধোনি এক রান নিতে যান।
দৌঁড়ানোর সময় আচমকাই মুস্তাফিজকে ধাক্কা দিয়ে বসেন ধোনি। আঘাত পান মুস্তাফিজ। ফলে ওভার শেষ না করেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় মুস্তাফিজকে। পরে ফিরে এলেও বিতর্ক আটকানো যায়নি।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া হয়। অনেকে বলতে থাকেন, ধোনির মতো এক ক্রিকেট ব্যক্তিত্ব কী করে এটা করতে পারলেন? ধোনির উপর শ্রদ্ধাটাই চলে গেল।
এর আগে এক ম্যাচে ঠিক এভাবেই শেন ওয়াটসনকে আঘাত করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। পরের দিন সব মিডিয়াতে সে দৃশ্য দেখানোও হয়েছিল। শেবাগকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
কেউ কেউ আবার অতীতের জন স্নো বনাম সুনীল গাভাস্করের ঘটনাকেও তুলে আনলেন। যেখানে সানিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন স্নো। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া হয়েছে।
এআরএস/এমএস