দ.আফ্রিকা সিরিজেও ম্যানেজার সুজন


প্রকাশিত: ০৯:০১ এএম, ০২ জুলাই ২০১৫

বিশ্বকাপ থেকে অস্থায়ীভাবে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন সুজন। তবে গুঞ্জন উঠেছিল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্বে থকছেন না খালেদ মাহমুদ সুজন। কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা গেছে, টাইগার দলের ম্যানেজার হিসেবে আসন্ন সিরিজে সুজনই দায়িত্বে থাকছেন।

এর আগে ঘরের মাঠে পাকিস্তান-ভারত সিরিজেও ছিলেন তিনি। তবে তাকে স্থায়ীভাবে ম্যানেজার নিয়োগের বিষয়টি এগিয়ে নেয়নি বিসিবি।

তবে ভারত সিরিজেও ম্যানেজারের পদে দায়িত্ব পালনে সুজনের অপারগতার খবর এসেছিল। পরে অবশ্য সেটাকে গুজব বলে উড়িয়ে দেন তিনি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।