চলে গেলেন ফুটবল ও কাবাডি রেফারিদের অভিভাবক মুনির হোসেন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১০ মে ২০১৮

এই প্রজন্মের অনেকেই তাকে চিনতো কাবাডির মুনির হিসেবে। চিনবেনই না কেন? তিনি যে বাংলাদেশের কাবাডির সঙ্গে সম্পৃক্ত ছিলেন প্রায় ৩০ বছর। এর মধ্যে ২৬ বছর ছিলেন সাধারণ সম্পাদকের চেয়ারে।

কিন্তু এই মুনির হোসেনের প্রথম পরিচয় তিনি একজন ফুটবল রেফারি। দেশের প্রথম চার ফিফা রেফারির একজন। ক্রীড়াঙ্গনে অতি পরিচিত মুখ এখন অতীত। বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন ৮৪ বছর বয়সে।

রোগে ভুগছিলেন অনেকদিন ধরে। কখনো সুস্থ, কখনো অসুস্থ-এভাবেই চলছিল বর্ষীয়ান এ ক্রীড়া সংগঠকের দিনকাল। সপ্তাহ দেড়েক আগে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। কিন্তু এবার মুনির হোসেন ফেরেননি, ফিরেছে তার মৃতদেহ।

দেশ স্বাধীন হওয়ার বছর তিনেক পর মুনির হোসেন হয়েছিলেন ফিফা রেফারি। অনেক আন্তর্জাতিক ম্যাচেও বাঁশি বাজিয়েছেন তিনি। কাবাডি ম্যাচও পরিচালনা করেছেন কৃতিত্বের সাথে। তিনি ছিলেন দেশের কাবাডি রেফারি সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

মুনির হোসেনের মৃত্যুতে ফুটবল ও কাবাডি অঙ্গনে নেমেছে শোকের ছায়া। দুই খেলার রেফারিরা হারিয়েছেন তাদের অভিভাবককে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি মুনির হোসেনের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছে সমবেদনা।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।