মাশরাফিদের কাছে হারাটা অসম্মানের নয় : ধোনি


প্রকাশিত: ০৫:২৩ এএম, ০১ আগস্ট ২০১৫

টাইগারদের বিপক্ষে হারের পর অনেকটা আড়ালেই চলে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সমালোচনা কম হয়নি ধোনি-কোহলিদের। তবে এবার মিডিয়ার সামনে এসে মুখ খুললেন, তাও আবার বাংলাদেশকে ঘিরেই।

চেন্নাইয়ের একটি অনলাইনে ধোনি বলেন, বাংলাদেশের কাছে সিরিজ হারার পর আমাদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা কম হয়নি। সিরিজটা ভারতের জেতা উচিত ছিল কিন্তু তা সম্ভব হয়নি। বাংলাদেশ অসম্ভব ভালো খেলায় প্রথম দুই ওয়ানডে ম্যাচে ব্যাটে-বলে জ্বলে উঠতে পারিনি আমরা।

তবে সমালোচকদের এখন বোঝা উচিত, বাংলাদেশ ক্রিকেটে কতটা এগিয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পিছিয়েও ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ। সুতরাং এটা এখন মেনে নিতে হবে বাংলাদেশ ক্রিকেটে দারুণ শক্তি সঞ্চয় করেছে। আর এখন তাদের কাছে হারাটা আমাদের অসম্মানের নয়।

এমআর

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।