পিরোজপুর এখন মাছে ভরপুর


প্রকাশিত: ১১:২৬ এএম, ০২ আগস্ট ২০১৫
ফাইল ছবি

পিরোজপুর এখন মাছ উদ্বৃত্ত জেলা। বর্তমান সরকারের বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে এ জেলায় গত ৩ বছরে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৬ হাজার মে. টন। জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ পালন উপলক্ষে আয়োজিত গনমাধ্যম প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা ড. অলিউর রহমান রোববার দুপুরে এ তথ্য জানান।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ২০১২-১৩ অর্থবছরে পিরোজপুর জেলার সকল নদ-নদী, খাল-বিল, পুকুর, খামার, ডোবা ও জলাশয় মিলিয়ে মাছের মোট উৎপাদন হয়েছিল ১৮ হাজার মে. টন। ২০১৪-১৫ অর্থবছরে এ জেলায় চাহিদা ২১ হাজার মে. টন হলেও মাছের উৎপাদন হয়েছে ২৪ হাজার মে. টন।

তিনি আরো জানান, গত ৩ বছরে এ জেলায় প্রায় ২ হাজার হেক্টরের ৪০ হাজার জলাশয় মাছের চাষের আওতায় আনা হয়েছে। চলতি মৌসুমে সদর উপজেলার রানীপুরে অবস্থিত সরকারি মৎস্য হ্যাচারী থেকে গলদা চিংড়ির পোনা উৎপাদন করে প্রায় ৫ লাখ পোনা চিংড়ি চাষীদের নিকট বিক্রি করা হয়েছে। এছাড়া মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিসহ নানামুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে।

হাসান মামুন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।