পঞ্চম দিনের খেলা শুরু


প্রকাশিত: ০৩:৪৩ এএম, ০৭ নভেম্বর ২০১৪

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু হয়েছে। চতুর্থ দিনের ২ অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোম ব্যাটিংয়ে নেমেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ ৬৩ ও শুভাগত হোম ২৩ রানে দিন শুরু করেছেন। ৫ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ২০১ রান। জিম্বাবুয়ে থেকে এখনও ২৬৬ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

এর আগে টসে জিতে সাকিব আল হাসান(১৩৭) ও তামিম ইকবাল (১০৯) ব্যাটিং দৃঢ়তায় সবকটি উইকেট হারিয়ে ৪৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৬৮ রান। ফলশ্রুতিতে ৬৫ রানের লিড পায় স্বাগতিক বাংলাদেশ।

প্রথম টেস্টের দল থেকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। পেসার আল আমিনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। অন্যদিকে জিম্বাবুয়ে দলে হয়েছে তিনটি পরিবর্তন।

৩ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। বাংলাদেশে তৃতীয় ও শেষ টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ, জুবায়ের হোসেন লিখন, শাহাদাত হোসেন, শামসুর রহমান, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ে দল : ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, ব্রায়ান চারি, হ্যামিল্টন মাসাকাদজা, ম্যালকম ওয়ালার, ক্রেইগ আরভিন, এল্টন চিগুম্বুরা, রেজিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা, নাতশাই মুশাঙ্গুয়ে, তেন্দাই চাতারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।