তিনটি ক্রীড়া স্থাপনার নতুন নামকরণ করে এনএসসির প্রজ্ঞাপন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৮ নভেম্বর ২০২১

গত জানুয়ারিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সিদ্ধান্ত নিয়েছিল দেশের টেনিসের প্রধান ভেন্যু রমনার টেনিস কমপ্লেক্সের নাম হবে শহীদ শেখ জামালের নামে। ১০ মাস পর জাতীয় ক্রীড়া পরিষদ প্রজ্ঞাপনের মাধ্যমে সে সিদ্ধান্ত কার্যকর করেছে।

রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সের নতুন নাম করা হয়েছে ‘শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স।’ রোববার জাতীয় ক্রীড়া পরিষদের নতুন সচিব পরিমল সিংহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে আরো দুটি ক্রীড়া স্থাপনার নামকরণও করা হয়েছে দুই বিশিষ্ট  ব্যক্তির নামে।

জাতীয় ক্রীড়া পরিষদ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা সদরে নির্মাণ করা হয়েছে স্টেডিয়াম। এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে সাবেক সংসদ সদস্য মরহুম ডা. কাজী আবু ইউছুপের নামে। ডা. কাজী আবু ইউছুপ ফরিদপুর-৪ আসনের একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

গাইবান্ধা জেলা সদরে জাতীয় ক্রীড়া পরিষদ যে ইনডোর স্টেডিয়াম নির্মাণ করেছে তার নামকরণ করা হয়েছে ‘সুলতানা কামাল’র নামে।

আরআই/এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।