নিজের অন্তর্বাস খুইয়েছেন জর্জিনহো
আইভরি কোস্ট এবং ক্যামেরুনের মধ্যেকার ফুটবল ম্যাচে আইভরি কোস্টের তারকা ফুটবলার জর্জিনহোর অবস্থা ছবিতে দেখানো অবস্থায় হয়েছে। খেলা শেষে তিনি তার অন্তর্বাস খুইয়েছেন।
বুধবার আফ্রিকান নেশনস কাপের বাছাই পর্ব শেষে ফুটবলপ্রেমীরা আনন্দে করতে করতে মাঠের মধ্যে ঢুকে পড়েন। এসময় খেলোয়াড়দের ডাগআউটেও হামলা চালায় উগ্র সমর্থকরা। এসময় নিজের অন্তর্বাস খোয়ান আইভরি কোস্টের তারকা ফুটবলার জর্জিনহো। ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালে খেলেন তিনি।
এদিন ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে গোলশুন্য ড্র করে নেশনস কাপের চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় আইভরি কোস্টের ইয়াইয়া তোরে-জর্জিনহোরা। তাই দেশটির ফুটবল ভক্তরা আনন্দ উদযাপন করতে মাঠের মধ্যে ঢুকে তাণ্ডব চালায়।
উল্লেখ্য, আইভরি কোস্ট ছাড়াও আফ্রিকার সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে আলজেরিয়া, ক্যাপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, তিউনিশিয়া, জাম্বিয়া, বুরকিনা ফাসো, গ্যাবন, সেনেগাল ও গিনি।