অস্ট্রেলিয়া সিরিজে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত : কোহলি
চার ম্যাচের টেস্টসহ একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। স্বাগতিকদের দূর্গে পা রেখেই আসন্ন সিরিজ নিয়ে কথা বলেছেন টিম ইন্ডিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার অনেক বেশি শক্তিশালী। সিরিজটি অনেক চ্যালেঞ্জিং হবে।
তাই চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। নিজ দেশে বাঘ, আর বিদেশের মাটিতে বিড়াল এই প্রবাদটি ভারতীয় দলের সঙ্গী। বিশেষভাবে টিম ইন্ডিয়ার বিদেশ সফর শেষে প্রায়ই এই প্রবাদটি ব্যবহার করা হয়। এর প্রমাণ রয়েছে বেশ। বিদেশের মাটিতে গেল পাঁচ সিরিজের সবকয়টিতেই হারের লজ্জা পেয়েছে ভারত। মাথা নীচু করে দেশে ফিরে টিম ইন্ডিয়া।
তাই ওই প্রবাদটির ব্যবহার করার সুযোগ আবারো এসেছে। কারণ আবারো বিদেশের মাটিতে খেলতে এখন অস্ট্রেলিয়ার দূর্গে কোহলি-ধাওয়ানরা। তবে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভারত বলে জানালেন দলের ভারপ্রাপ্ত দলপতি কোহলি, নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার অনেক বেশি শক্তিশালী। সিরিজটি অনেক চ্যালেঞ্জিং হবে। তাই চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। এবারের দল নিয়ে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। দলের খেলোয়াড়দের কাছ থেকে ভালো পারফর্ম না হওয়ার কোন কারণ দেখছি না। দলের সবাই ভালো ফর্মে রয়েছে।
খেলোয়াড়রা যখন ফর্মে রয়েছে, তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের কৌশল কেমন হতে পারে এমন প্রশ্নের উত্তরে কোহলি বলেন, আমাদের লক্ষ্য থাকবে ইতিবাচক ক্রিকেট খেলা। বিশ্বকাপের আগে এ সফরটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পুরো সিরিজেই ভালো খেলতে চাই। এটাই আমাদের প্রধান লক্ষ্য।
ইনজুরির কারণে প্রথম টেস্টে থাকছেন না ভারতের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাই প্রথম ম্যাচের দলের দায়িত্বটা পুরোপুরি নিয়ন্ত্রণ করবেন কোহলি। ইনজুরিতে আক্রান্ত অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কও। প্রতিপক্ষ দলপতি ক্লার্কের ইনজুরিতে দুঃখ প্রকাশ করেছেন কোহলি, ক্লার্কের হ্যামস্ট্রিং ইনজুরির কথা আমিও শুনেছি। এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। কারণ দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ শুরু হবে। সেখানে ইনজুরির কারণে খেলতে না পারাটা সত্যি দুর্ভাগ্যজনক।
ব্রিজবেনে আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে দুইটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ভারত। আগামী ২৪ নভেম্বর ও ২৮ নভেম্বর অ্যাডিলেডে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুইটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে কোহলির দল।