শেষ আটে ওঠার লড়াইয়ে হেরে গেলেন রোমান সানারা

দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে চলমান আরচারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-২ এর রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ শুভ সূচনা করলেও বেশিদুর এগুতে পারেনি।
বৃহস্পতিবার বাংলাদেশের তিন আরচার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মো. রোমান সানা ও আবদুর রহমান আলিফ শেষ ষোলতে ওঠার লড়াইয়ে ৬-০ সেট পয়েন্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছেন।
বাংলাদেশের আরচাররা শেষ আটে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়ার। হেরে গেছে ১-৫ সেট পয়েন্টে। প্রথম সেটে কোরিয়া জিতেছে ৫৮-৫৬ পয়েন্টে, দ্বিতীয় সেটে ৫৬-৫৩ পয়েন্টে। তৃতীয় সেটটি ড্র হয়েছে ৫৮-৫৮ পয়েন্টে।
শুক্রবার রিকার্ভ পুরুষ ও মহিলা একক এবং মিশ্র দলগত ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে।
আরআই/আইএইচএস/