রিয়ালের জয়, লিভারপুলের ড্র


প্রকাশিত: ০৬:৩১ এএম, ২৭ নভেম্বর ২০১৪

ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে রিয়াল মাদ্রিদের জয় অব্যাহত রয়েছে। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গতকাল তারা ১-০ গোলে হারিয়েছে বাসেলকে। সব ধরণের প্রতিযোগিতায় রিয়ালের এটি টানা ১৫তম জয়। বুধবার ম্যাচের একমাত্র গোলটিই করেছেন পতুর্গাল তারকা।

এগোলের সুবাদে চ্যাম্পিয়ন্স লীগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সাবেক রিয়াল তারকা রাহুল গঞ্জালেসের সমান ৭১ গোল হলো রোনালদোর। মঙ্গলবারই হ্যাটট্রিক করে ৭৪ গোল নিয়ে লীগে সর্বোচ্চ গোলদাতার আসন নিজের করে নেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। বুধবার ঘরের মাঠে সুইজারল্যান্ডের দল বাসেলর বিপক্ষে শুরুতে বল দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। ৩৫  মিনিটে করিম বেনজেমার দুর্দান্ত পাস থেকে গোল করেন রোনালদো।

এনিয়ে চ্যাম্পিয়ন্স লীগে প্রতিপক্ষের মাঠে রোনালদোর টানা ১১তম গোল করলেন। ম্যাচের বাকী সময় একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি কেউ। এই জয়ে ‘বি’ গ্রুপে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাসেল।

গ্রুপের অপর ম্যাচে লিভারপুল ২-২ গোলে ড্র করেছে লুদোগোরেতসের সঙ্গে। ঘরের মাঠে ম্যাচের ৩ মিনিটেই দানি আবালোর গোলে এগিয়ে যায় লুদোগোরেতস। তবে ম্যাচের ৮ মিনিটই সমতায় ফেরে ইংলিশ প্রিমিয়ার লীগে গতবারের রানার্সআপ লিভারপুল। গোলটি করেন স্ট্রাইকার রিকি ল্যাম্বার্ট। ৩৭ মিনিটে হেন্ডারসনের দুর্দান্ত গোলে ২-১ এগিয়ে যায় লিভারপুল।

                              

তবে ৮৮ মিনিটে ঘরের মাঠে দুর্দান্ত খেলা লুদোগোরেতস সমতায় ফেরে। হেডে করে গোলটি করেন বুলগেরিয়ার ডিফেন্ডার জর্জিও তারজিয়েভ। এই ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে সবার শেষে লুদোগোরেতস। গ্রুপের  শেষ রাউন্ডে বাসেলের মুখোমুখি হবে লিভারপুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।