মহানগর টেবিল টেনিস লিগ শুরু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৩ অক্টোবর ২০২২

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়ালটন মহানগর টেবিল টেনিস লিগ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)'র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি খোন্দকার হাসান মুনীর, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লীগ কমিটির চেয়ারম্যান সাইদুল হক সাদী ও সদস্য সচিব আসাদুজ্জামান বাদশা।

ঢাকা মহানগর টেবিল টেনিস লীগে প্রিমিয়ার ডিভিশন, মহিলা বিভাগ ও প্রথম বিভাগ এই তিনটি ইভেন্টে খেলা হচ্ছে। প্রিমিয়ার ডিভিশনে ১০টি, মহিলা বিভাগে ৯টি ও প্রথম বিভাগে ৩২টি দল খেলছে এই লিগে। সপ্তাহব্যাপী এই লিগের খেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।