ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান


প্রকাশিত: ০৯:৫১ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এক বাড়তি পাওয়া। চারদিকে এক অজানা উত্তেজনা। এই দুই দেশের সমর্থক ছাড়াও অন্যান্য দেশের সমর্থকরাও যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সামনেই আসছে আবার সেই যুদ্ধের আবহ। এবার এসএ গেইমসের আসরে হকির ফাইনালে মুখোমুখি হচ্ছে এ দুই দল।

এর আগে সেমিফাইনালে বাংলাদেশকে ৬-০ গোলে বিধ্বস্ত করে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। এদিকে চলতি দ্বাদশ দক্ষিণ এশিয় ক্রীড়া প্রতিযোগিতায়, ভারত এ পর্য্যন্ত ৩০ টি সোনা, ১২ টি রুপো এবং ৩ টি ব্রোঞ্জ সহ পদক তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা ও পাকিস্তান তৃতীয় স্থানে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।