রোনালদোকে হারিয়ে সবচেয়ে দামি গাড়ির মালিক মেসি
ফ্যাশন, গাড়ী, নারী- এসব বিষয়ে সব সময়ই লিওনেল মেসির চেয়ে একধাপ এগিয়ে থাকেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই কয়দিন আগেই তো, ফিফা ব্যালন ডি’অর পুরস্কার বিতরণের পরদিন, ব্যালন ডি’অর জিততে না পারার হতাশা কাটাতে নিজের সবচেয়ে দামি গাড়ীটার (পোরসে ৯১১ টারবো এস, সুপারকারটার) সঙ্গে ছবি তুলে ইনস্টগ্রামে শেয়ার করেছিলেন রোনালদো।
এবার মাঠের বাইরের সবচেয়ে দামি গাড়ির লড়াইয়েও প্রতিদ্বন্দ্বী রোনালদোকে হারিয়ে দিলেন লিওনেল মেসি। রোনালদোকে হারিয়ে বিশ্বের সবচেয়ে দামি গাড়ির মালিক এখন লিওনেল মেসিই। ইতালিয়ান বিলিওনিয়ার আলেসান্দ্রো প্রোতোর নিলামে তোলা ফেরারি গাড়িটা কিনে নিচ্ছেন মেসিই। নিলামে অংশ নিয়ে মেসির কাছে হার মানতে বাধ্য হলেন রোনালদো।
আচ্ছা ধরুণ, সপ্তাহান্তে আপনার পকেটে কোনভাবে ৩ লক্ষ পাউন্ড চলে আসলো, তাহলে পৃথিবীর কুলেস্ট ‘খেলনা’গুলো ঝপাঝপ কিনে ফেলা আপনার পক্ষে কী এমন ব্যাপার! লিওলেন মেসিরও তো এ ক্ষেত্রে কোন সমস্যা হওয়ার কথা নয়। তিনিও কিনে ফেলেছেন চার চাকার এক মহার্ঘ এক খেলনা। তাতে তিনি টপকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকেও। বার্সেলোনার এই মহাতারকা ফুটবলার এখন আপাতত পৃথিবীর সব থেকে দামি গাড়ির মালিক।
মাঠের লড়াইটা এবার দামি গাড়ির মালিক হওয়ার দৌড়েও ঢুকে পড়ল। ৩২ মিলিয়ান ইউরো (প্রায় ২৮৫ কোটি টাকা) খসিয়ে নিলামে বিশ্বের দামিতম গাড়ি ১৯৫৭ ফেরারি ৩৩৫ এস স্পাইডার স্ক্যাগলিয়েত্তি কিনে ফেললেন মেসি। ১৯৫৮ সালে কিউবান গ্রাঁ প্রিঁতে ঐতিহাসিক এই গাড়িটা চালিয়েছিলেন ব্রিটিশ ফর্মুলাওয়ান ড্রাইভার স্টারলিং মস। এরপর থেকেই গাড়িটাকে সবচেয়ে দামি হিসেবে ধরা হচ্ছে।
আলেসান্দ্রো প্রোতোই ছিলেন সর্বশেষ এই গাড়ির মালিক। তবে তিনি সম্প্রতি গাড়িটি নিলামে বিক্রি করার ঘোষণা দেন। প্যারিসে নিলামে তোলার সময় এর ভিত্তি মূল্য ধরা হয়েছিল ২০ মিলিয়ন ইউরো। নিলামে মেসির মত অংশ নিয়েছিলেন রোনালদোর এজেন্টরাও; কিন্তু, ৩০ মিলিয়ন ইউরো পর্যন্ত টক্কর দেওয়ার পর রণে ভঙ্গ দেন রোনালদোর প্রতিনিধিরা।
আইএইচএস/এমএস