জাতীয় যুব হকির ফাইনালে মুখোমুখি বিকেএসপি-রাজশাহী

আল আরাফাহ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও রাজশাহী। মঙ্গলবার বেলা ৩টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল আরাফাহ ইসলামি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী।
৫৭টি দল নিয়ে মোট ৯টি ভেন্যুতে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের খেলা শেষে ১৮টি দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলা ঢাকায় অনুষ্ঠিত হয়। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় দিনাজপুর জেলা ৫-০ গোলে নাটোর জেলাকে পরাজিত করে।
আরআই/এমএমআর/জেআইএম