শেখ জামালকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন


প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৪

ভূটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত কিংস কাপে ভারতীয় পুনে এফসিকে ১-০ গোলে হারিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড চ্যাম্পিয়ন হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি এক বার্তায় বিজয়ী শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, ভূটানে অনুষ্ঠিত কিংস কাপের শিরোপাজয়ী শেখ জামাল ধানমন্ডি ক্লাব বুধবার রাতেই বাংলাদেশ ফিরছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভূটান থেকে কিংস কাপ বিজয়ী শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড দলটি বুধবার রাত ৮.৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিমান বন্দরে দলটিকে অভ্যর্থনা জানানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।