সাকিবের দারুণ বোলিং, ১১৩ রানেই থামলো খুলনা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

চোটের কারণে তামিম ইকবাল নেই। খুলনা টাইগার্সের বিদায়ও হয়ে গেছে আগেভাগেই। লক্ষ্যহীন ইয়াসির আলি রাব্বির দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে পড়লো ব্যাটিং বিপর্যয়ে।

৩৫ রানে ৪ উইকেট হারানো খুলনা অবশ্য মাহমুদুল হাসান জয়ের ব্যাটে চড়ে একশ পার করেছে। তবে ৮ উইকেটে ১১৩ রানের বেশি করতে পারেননি।

জয় দলের বিপর্যয়ের মুখে টি-টোয়েন্টি ভুলে ওয়ানডে স্টাইলে ব্যাট করেন। বল সমান ৪১ রানের ইনিংসে তার ৩টি চারের সঙ্গে ছিল ২টি ছক্কার মার।

এছাড়া শেষদিকে ১৭ বলে ২২ করেন নাহিদুল ইসলাম। অধিনায়ক ইয়াসিরের ব্যাট থেকে আসে ১৫ বলে ১২। বাকিরা কেউ দুই অংকের ঘরও ছুঁতে পারেননি।

সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম হাসান সাকিব দারুণ বোলিং করেছেন। ৪ ওভারে ২২ রান দিয়ে তিনি নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম আর রুবেল হোসেন।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।