গিটার হাতে পেলে (ভিডিও)
ফুটবল লিজেন্ড পেলে সুস্থ আছেন। আর নিজের সুস্থতার চিত্র তুলে ধরেছেন তিনি ভক্তদের সামনেও। পরিবারের সঙ্গে নিজের এক ভিডিওচিত্র তুলে দিয়েছেন তিনি টুইটার ও ফেসবুকে । স্ত্রী ও অন্যদের মাঝে এ ভিডিওচিত্রে গিটার হাতে বাদন শেষে পেলে বলেন, ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা। আর বিশ্বজুড়ে আমার জন্য যারা প্রার্থনা করেছেন সবাইকে ধন্যবাদ। এই দেখুন আমি সুস্থ আছি। পরিবারের মাঝে আছি।
এক মাসে দ্বিতীয়বারের মতো গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন ফুটবল কিংবদন্তী পেলে। গত মাসের শুরুতে কিডনিতে ইনফেকশন নিয়ে হাসাপাতালে যান এ ব্রাজিলিয়ান লিজেন্ড। পরে গত সপ্তাহে সাওপাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে পেলের নিবীড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তির খবরে চঞ্চল হয় বিশ্ব সংবাদমাধ্যম।