টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার সাকিব


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ০৭ ডিসেম্বর ২০১৪

আইসিসির টোয়েন্টি২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার হয়েছেন সাকিব আল হাসান। সংস্থার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডার ক্যাটাগরিতে সবার ওপরে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

৩৭৮ রেটিং পয়েন্ট পেয়ে তালিকার এক নম্বরে ওঠেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। তার পরই রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তার রেটিং পয়েন্ট ৩৬৪। এ ছাড়া পাকিস্তানের আরেক ক্রিকেটার শহীদ আফ্রিদি তৃতীয়, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন চতুর্থ ও ভারতের যুবরাজ সিং রয়েছেন পঞ্চম স্থানে।

উল্লেখ্য, আইসিসির সেরা অলরাউন্ডারও সাকিব। সম্প্রতি হোম সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফর্ম করে আবারও টেস্টে শীর্ষ অলরাউন্ডারের স্থান দখল করেছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।